ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
একটা সুষ্ঠু-অবাধ নির্বাচনের অপেক্ষা করছি : গয়েশ্বর

একটা সুষ্ঠু-অবাধ নির্বাচনের অপেক্ষা করছি : গয়েশ্বর

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একদিকে পণ্যের মূল্য লাগামীহন, অন্যদিকে কৃষক উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। বাজার সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সরকার দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এই সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। তারা নির্বাচনেও নেই, সরকার পরিচালনার দিকেও নেই। সকাল বিকাল শুধু সংস্কার সংস্কার জারিগান শুনছি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের মুক্তমঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা প্রশাসনে থেকে রাত্রিবেলা গোপন বৈঠক করছেন। নতুন করে আরেকটি বাচ্চা প্রসব করা যায় অর্থাৎ নতুন দল করা যায় সেটি নিয়ে ভাবছেন। যার যার ইচ্ছে, রাজনীতি করার সবারই অধিকার আছে। পতাকা খুলে বাড়িতে এসে রাজনীতি করেন। রাজনীতি বিনষ্ট করার অধিকার কারও নেই। কিন্তু অর্ন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার। যদি তাই করেন তাহলে আপনাদের তো নিরপেক্ষ বলা যাবে না। আপনাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। কিংবা হারাতে যাচ্ছেন। একটা পক্ষ অর্থাৎ আমরা জনগণের পক্ষ হাত গুটিয়ে থাকব না।

সম্প্রতি বিভিন্ন স্থাপনা ভাঙার সমালোচনা করে তিনি বলেন, দেশে মনে হয় না পুলিশ আছে, প্রশাসন আছে। যদি জনগণ একবার আইন হাতে তুলে নেয় তাহলে সেই সমাজ টিকবে কী করে, সেই রাষ্ট্র টিকবে কী করে। যে কাজটা ৫-৭ আগস্টের মধ্যে করতে পারতেন সেটা এতদিন পরে কেন, নিশ্চই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চই যাতে যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হয় সে কারণে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন হয়েছে এক দফার, ফ্যাসিবাদের পতনের জন্য। ১৬ বছর খুন-গুম, বিএনপিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি আরও ঐক্যবদ্ধ। মরতে যখন শিখেছি আর ভয় পাওয়ার কিছু নেই। আমরাই পারি, আমরাই পারব। কারণ আমরা জিয়ার সৈনিক। বিএনপি ক্ষমতায় আসবে এটা সহ্য করতে পারে না। বিএনপি না আসলে ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা আসবে, হাসিনার পতিত ফ্যাসিবাদ আসবে?

তিনি বলেন, ছাত্ররা কয়েকদিন ডিক্লারেশন দিয়েছে যেখানে বলা হয়েছে পাকিস্তানের বৈষ্যম্যেরে কারণে ১৯৭১ সালে জনযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ বলতে লজ্জা পায়। এটা কিসের আলামত? তারা ৭ নভেম্বর জানে না, তারা জানে ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায়, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন। জনগণের জন্য রাজনীতি করার দরকার নেই। আপনারা কখনো রাজনীতিও করেননি, মিছিল-মিটিংও করেননি। দু-একটা টকশো করেছেন। আপনারা জ্ঞানীগুণী ব্যক্তি। কিন্তু আমরা জনগণের সাথে থাকি, তাদের ভাষা বুঝি। সে কারণে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচনের অপেক্ষা করছি। কিন্তু অনন্তকাল জনগণ অপেক্ষা করবে না। আমাদের ধৈর্য থাকলেও জনগণের ধৈর্য ভাঙতেই পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন