
উত্তরবঙ্গের বৈষম্য নিরসনের দাবিতে ‘ব্লকেড কর্মসূচি’ শিক্ষার্থীদের
রংপুর প্রতিনিধি
উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর শহরের প্রবেশমুখ মডার্ন মোড় ব্লকেড কর্মসূচি পালন করেছে শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মডার্ন মোড়ে গিয়ে সড়কের দুইদিকে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছয় দফা দাবির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা বলছেন, রংপুর সিটি করপোরেশন, বেরোবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবহেলিত উত্তরবঙ্গের বৈষম্য নিরসন করে বাজেট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বিপ্লবী এবং বিদ্রোহী নগরী এই রংপুর। অথচ আমরা উত্তরবঙ্গের মানুষ এখনো অবহেলিত। অন্তর্বর্তী সরকারের সময়েও এই বৈষম্য চলমান।
তিনি বলেন, বৈষম্য দূর করতে আমাদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, আবু সাঈদের রক্তের বাংলাদেশ বৃথা যেতে দিবো না। চব্বিশের গণঅভ্যুত্থানের পরও কেন আমাদের সঙ্গে বৈষম্য হলো। এখন পর্যন্ত রংপুরে কোনো বাজেট দেওয়া হয়নি।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মো. শওকাত আলী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন বৈষম্য নিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। সেটার সঙ্গে আমিও একাত্মতা পোষণ করছি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবিগুলো ইতিবাচকভাবে দেখে, পজেটিভ দেখে সেগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও বিভাগের শিক্ষার্থীরা।