ইপিআই টিকাদান কার্যক্রম জোরদার করার তাগিদ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইপিআই টিকাদান কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ইপিআই এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ইপিআই টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি সভার আয়োজন করা হয়।
সেখানে বক্তারা বলেন, ইপিআই টিকাদান কার্যক্রম জোরদার করতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এটির সঙ্গে যারা জড়িত সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিক ব্যবহার করতে প্রয়োজনে আরও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন- পরিচালক এবং লাইন ডিরেক্টর ( ইপিআই) ডা. এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসিন, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ গ্যাভী, সিএসও’র চেয়ারম্যান এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দীন আহম্মেদ প্রমুখ।