ডার্ক মোড
Saturday, 16 November 2024
ePaper   
Logo
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি প্রতিনিধি দলের আকস্মিক পরিদর্শন

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি প্রতিনিধি দলের আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষার মানোন্নয়নে পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গঠিত প্রতিনিধি দল ০২ নভেম্বর ২০২৪ (শনিবার) রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় (আর. পি. সাহা ইউনিভার্সিটি) আকস্মিক পরিদর্শন করেছে।

বিশ্ববিদ্যালয়টির প্রকৃত চিত্র সরজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ইউজিসি গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্ব দেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো: সুলতান মাহমুদ ভূইয়া এবং একই বিভাগের উপ পরিচালক নাসিমা আক্তার খাতুন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুবিধাসমূহ সম্পর্কে ধারণা পেতে কমিটি সদস্যরা বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ ও ল্যাবরেটরি সুবিধা ঘুরে দেখেন।

এছাড়াও, কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। সরজমিনে পরিদর্শন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা তুলে ধরে কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। কমিটির প্রতিবেদনের আলোকে কমিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন