ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
আড়াইহাজার পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

আড়াইহাজার পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় সেনাবাহিনীর টহল টীম ডাকাতদলকে ধাওয়া করে থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং গাজা ও ড্যান্ডি উদ্ধার করেছে। রোববার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকাটি সংঘবদ্ধ ডাকাতদল পুরনো আস্তানা। ডাকাতদল বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাগামী প্রবাসী যাত্রীদের টার্গেট করে থাকে। গত কয়েক মাসে একাধিক ডাকাতির ও অপরাধমূলক কার্যকলাপের জন্য জালাকান্দি কবরস্থান এলাকাটি হটস্পট হিসেবে ব্যবহার করে সংঘবদ্ধ ডাকাতদল অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) রাতে জালাকান্দি কবরস্থান এলাকায় সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করেছে। এছাড়াও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী বিশেষ টিমটি আঞ্চলিক মহাসড়ক ও আশেপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান পরিচালনা করে।

অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সময় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য দিয়ে কয়েকজন অপরাধীকে পালিয়ে যেতে দেখে সেনাবাহিনীর টিমের সন্দেহ হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে টহল টিমটি ওই বাড়িতে অনুসন্ধান শুরু করে এবং ডাকাতদলকে ধাওয়া করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং সম্প্রতি ব্যবহৃত কিছু মাদকদ্রব্যসহ (গাজা ও ড্যান্ডি) যানবাহন থামাতে ও ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ এবং লাঠি উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত ৫ আগস্ট দুপুরে ছাত্র—জনতা যখন বিজয় উল্লাস করছিল। ওই সময় কিছু সুযোগ সন্ধানী দুষ্কিৃতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। এ ঘটনায় ৩০ হাজার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন