
আগামী জাতীয় নির্বাচনে দলীয় নেতাকর্মীদেরঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই: চৈতী আবুল কালাম
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি চৈতী আবুল কালাম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এক কঠিন নির্বাচন।
ফলে ওই নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। তিনি শুক্রবার বিকেলে লাকসাম পৌরপরিষদ কমপ্লেক্সের সামনে পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বলেন, লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে কতিপয় সন্ত্রাসী চাঁদাবাজি সহ নানাহ অপকর্মে লিপ্ত রয়েছেন আজকের পথ থেকে যাতে এ ধরনের অপকর্ম এ আসনে চলতে না পারে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
কেন্দ্রীয় বিএনপি নেতা ড. ইউনুছ সরকারের শাসন আমল তুলে ধরে বলেন, আমরাও সংস্কার চাই। সংস্কার একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের সাথে আমিও একমত পোষন করে বলছি চলতি বছরের জুন-জুলাই মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি গ্রহণ করুন। আমরা দেশ ও দেশের মানুষকে বাঁচাতে চাই।
লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানুর সভাপতিত্বে বিশাল কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক ডা. নুর উল্লাহ রায়হান, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা বিএনপির সদন্য সচিব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, পৌরসভা বিএনপির ১নং সদস্য সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান মোঃ মজির আহমদ, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিলন, বেলাল রহমান মজুমদার, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন মশু সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।