ডার্ক মোড
Friday, 21 March 2025
ePaper   
Logo
আ'হত দলীয় কর্মীদের জন্য কাঁদলেন যুবদল নেতা আজাদ মেম্বার

আ'হত দলীয় কর্মীদের জন্য কাঁদলেন যুবদল নেতা আজাদ মেম্বার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজীর কারামতিয়া বাজারে ইফতারের মঞ্চ প্রস্তুতিকালে স'ন্ত্রা'সী হা'ম'লায় আ'হত দলীয় কর্মীদের জন্য কাঁদলেন জেলা যুবদল নেতা মোজাম্মেল হক আজাদ মেম্বার।

যারা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে দলীয় কর্মীদের উপর নৃশং'স'ভাবে স'শ'স্ত্র হা'মলা করে তাদের নামে আল্লাহর কাছে বিচার দিলেন চর দরবেশ ইউনিয়নের 'সাবেক এই মেম্বার। বৃহস্পতিবার দুপুরে কেরামতিয়া বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজাদ মেম্বার আরো বলেন, ইউনিয়ন বিএনপির ইফতারের মঞ্চ প্রস্তুতিকালে কয়েকজন অনুপ্রবেশকারী বিএনপির তৃণমূলের কর্মীদের উপর নৃ'শং'স'ভাবে হা'মলা করেছে। এতে ফয়সল, মিলন, মোশারফ ও আলমসহ অন্তত ১৫ জন আ''হত হয়েছেন। থানায় মা'ম'লা দেয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

উপজেলা বিএনপির গ্রুপিং ও যুবদলের গ্রুপিং এর জেরে ব্যক্তিগত বলয় বাড়ানোর জন্য প্রতিটি ইউনিটে এসব হা'ম'লা -মামলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক দল বিএনপি, সব কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি করলে এসব হা'না'হা'নি বন্ধ হবে।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল্লাহ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাসুদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় কারামতিয়া বাজারে ইউনিয়ন বিএনপির ইফতার মঞ্চ প্রস্তুতকালে বিএনপিকর্মীদের ওপর হামলা করে স্বদলীয়রা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন