ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
'ছাত্রলীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই' : প্রতিমন্ত্রী মহিব

'ছাত্রলীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই' : প্রতিমন্ত্রী মহিব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান এমপি বলেছেন, 'বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন। এখানে মেধাবী ছাত্ররাই নেতৃত্ব দিয়ে থাকে, এ সংগঠনে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, সালিশ বাণিজ্যকারীর স্থান নাই। এ দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করে আজ এ পর্যায়ে এসেছি।' প্রতিমন্ত্রী আজ রবিবার ১৬ জুন নবগঠিত কলাপাড়া উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল শেষে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।'

এসময় প্রতিমন্ত্রী মহিব আরও বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণে এসে প্রচন্ড তাপদাহের মধ্যেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে খুশি হয়েছেন। অনেক মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার কারণে সভা মঞ্চের মাঠে এসে পৌঁছতে না পারায়, তাকে এক নজর দেখতে না পারার বিষয়টি প্রধানমন্ত্রী অবগত হয়েছেন। তাই তিনি কলাপাড়া আবারও পরিদর্শন করার ইচ্ছা পোষণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের ভালোবাসেন বিধায় কলাপাড়ায় তিনি এত উন্নয়ন করেছেন, আমার মত দুর্যোগে বেড়ে ওঠা একজন মানুষকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও অসাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীর নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল বের করে। পরে মিছিলটি উপজেলা আওয়ামী লীগের সামনে এসে শেষ হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন