লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অভিজাত রেস্তোরাঁ লা মেরিডিয়ানে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার দেওয়া হয়। অফারের খবর পেয়ে আইসক্রিমপ্রেমীরা শনিবার দুপুর থেকে রেস্তোরাঁর সামনে জড়ো হতে থাকেন। তবে চাহিদা অনুযায়ী ক্রেতাদের আইসক্রিম দিতে না পারায় অপেক্ষমাণ ক্রেতাদের মধ্যে অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় একদল শিক্ষার্থীর সঙ্গে লা মেরিডিয়ান কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, দুপুর ১টার পরপর অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও অনেক ক্রেতা আইসক্রিম পাননি। ক্রেতাদের মধ্যে একদল শিক্ষার্থী ছিলেন, তারা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষে জড়ান।
তিনি বলেন, প্রায় এক-দেড় ঘণ্টা ধরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
ওসি বলেন, হোটেল কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্রেতা ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের মধ্যকার বিষয়টি পরে সুরাহা করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?