Dark Mode
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
দেশে ফাইভ জি চালুর বিষয়ে যা বললেন বিটিআরসি চেয়ারম্যান

দেশে ফাইভ জি চালুর বিষয়ে যা বললেন বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারি বলেন, দেশে পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) প্রযুক্তিসেবা চালু করতে চলতি বছরের জুন মাসে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরমধ্য দিয়ে গ্রাহকরা বহুল প্রত্যাশিত ফাইভ জি প্রযুক্তিসেবা গ্রহণ করার সুযোগ পাবেন। তবে ফাইভ জি প্রযুক্তি চালুর নির্ধারিত সময় এখনও ঠিক হয়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিটিআরসির সভা কক্ষে টেলিযোগাযোগ খাতের পুনর্বিন্যাসে সংস্কারের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জানা গেছে, বৈঠকে দেশের টেলিযোগাযোগ খাতকে সুশৃঙ্খল, জনবান্ধব, টেকসই ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক টপোলজি ও লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

ফাইভ জি চালুর বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ফাইভ জি নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ইন্ডাস্ট্রির সঙ্গে কথাও বলেছি। তবে এটি শুধু মাত্র বিজনেস অপারেটরদের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সরকারি কিছু উদ্যোগও দরকার হবে। এরজন্য নেটওয়ার্ক টপোলজিতেও কিছু পরিবর্তন আনা দরকার আছে। তবে কখন চালু হবে সেটি এখনই নির্ধারিত করে বলতে পারবো না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে। আমরা, আগামী জুন মাসের মধ্যে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলাম করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ফাইভজি সেবাটি চালুর ঘোষণা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেলক্ষ্যে ২০২১ সালের ১২ ডিসেম্বর টেলিটকের মাধ্যমে দেশের ছয়টি স্থানে পরীক্ষামূলক ফাইভজি সেবা চালু হয়। এরপর ২০২২ সালের মার্চে নিলামে চার মোবাইল অপারেটরের কাছে ফাইভ জি তরঙ্গ বিক্রি করে সরকার। কিন্তু সেবাটি চালুর ব্যাপারে আর কোনো অগ্রগতি পরবর্তী সময়ে পাওয়া যায়নি।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!