Dark Mode
Monday, 21 July 2025
ePaper   
Logo
ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা

ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা

নিজ্বস প্রতিনিধি

কমিশনারদের তদারকি ও দিকনিদের্শনার ফলে এবছর ভূমিকর আদায়ের হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, এবছর মোট ভূমি উন্নয়নকর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা। আগামী অর্থবছরে এই ভূমিকর আদায়ের হার আরো বাড়বে।

রোববার (২০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিভাগীয় কমিশনার সমন্বয় সভা জুলাই, ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

  

উপদেষ্টা বলেন, মাঠ পর্যায় কাজে বিভাগীয় কমশিনারদের যথাযথ তদারকির ফলে নানা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সফলতা এসেছে। প্রতিটি বিভাগের জনকল্যাণকর কাজে বিভাগীয় কমিশনাররা আরো সম্পৃক্ত থেকে এসব কাজে নিয়মিত তদারকি করতে হবে।

তিনি বলেন, নোয়াখালী ও ভোলাসহ বেশ কিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠছে। এসব চর মানুষের আশা ও সম্ভাবনাকে নির্দেশ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন চর জেগে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব চরে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে। এসব চরে যত সংখ্যক গবাদিপশু বিচরণ করতে পারবে তত বেশি দুধ উৎপাদন হবে। তবে এসব চরে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা জরুরি যাতে করে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর বিচরণ নির্বিঘ্ন হয়।

 ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এসময় সব বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!