
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি ও আলোচনা সভা
মাহবুব পিয়াল ,ফরিদপুর
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে জেলা প্রশাসকের পুকুরে মৎস্য অবমুক্ত করন করা হয় । এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তিনজন মৎস্য চাষীর মধ্যে সম্মাননা প্রদান করা হয় । জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমির শরীফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সামাদ, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এএসএম মঈনুল আহসান, এসি ল্যান্ড শফিকুল ইসলাম, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মো:আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান, সফল মৎস্য চাষী শেখ মোহাম্মদ মহসিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদদের এবং মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরে তুলে বলেন মৎস্য চাষ আমাদের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখেছে।
দেশের অর্থনীতি উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে সফল সফল তিনজন মৎস্য চাষীদের মধ্যে মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।