ডার্ক মোড
Wednesday, 23 July 2025
ePaper   
Logo
স্কুল মাঠে পশুর হাট, সেই বিএনপি নেত্রীকে সেনাবাহিনীর তলব

স্কুল মাঠে পশুর হাট, সেই বিএনপি নেত্রীকে সেনাবাহিনীর তলব

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারীতে নিয়মনীতি তোয়াক্কা না করে স্কুল মাঠে পশুর হাট বসানো বিএনপির সেই নেত্রী জেয়ারা খাতুন রুজিকে তলব করেছেন সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে ওই নেত্রীকে হাট সরানোর নির্দেশনা দেয়া হয়েছে। 
 
 
মঙ্গলবার (৩ জুন) কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজিকে ক্যাম্পে তলব করেছিলেন। এসময় ওই নেত্রীকে হাট সরিয়ে নিতে বলা হয়েছে৷ 
 
হাট ইজারা পেয়েছেন ওহেদ-রানা। তার বাড়ি কুড়িগ্রামে। তবে স্থানীয় বিএনপি নেত্রী তার থেকে নিয়ে চালাচ্ছেন। এই বিএনপি নেত্রীর জেয়ারা খাতুন রুজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে। 
 
কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আহাদ জানান, স্কুল মাঠে হাট বসানোর অভিযোগ এসেছিল। আসার পর আমরা সরাসরি খোঁজ নিয়েছি। ওখানে হাট করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয় নি। ওনার ভাইয়ের নামে স্থানীয় (থানাহাট বাজার) বাজার টা ইজারা নেয়া আছে। কিন্তু ওই বাজার টা পশুর হাটের সঙে সংশ্লিষ্ট না। বাজার থেকে মোটামুটি হাফ কিলো দূরে যার কারণে কোনো ভাবে স্কুল মাঠে ওনারা করতে পারে না এটা আমরা ওনাকে (বিএনপি নেত্রী) ডেকে না করে দিয়েছি। 
 
তিনি আরও জানান, আশা করি তিনি এটা আর করবেন না, স্কুল মাঠ ছাড়া অন্য কোথাও যদি স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হাট করতে পারবেন। এরপরও আমাদের অভিযান চলমান রাখব, কালকে (বুধবার ৪জুন) আমরা নজরে রাখব। যদি তারপরেও রিপোর্ট আসে তাহলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিবো। 
 
এরআগে, গত বুধবার (২৮ মে) দুপুরের দিক সরেজমিনে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি নেয়া হয়েছিল। স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেধে রাখার জন্য মাঠে খুটি বসানো হয়েছে। এছাড়াও গত রবিবার আইনকে তোয়াক্কা না করেই সেই স্কুল মাঠে পশুর হাট বসিয়ে ছিলেন বিএনপি নেত্রী। 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন