ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষায় আধুনিক ভবন বিনির্মাণে অবদান রাখছে এলজিইডি

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষায় আধুনিক ভবন বিনির্মাণে অবদান রাখছে এলজিইডি

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মুলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক ভবন নির্মাণ করেছে এলজিইডি। ২০১৯-২০ অর্থবছরে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১ম পর্যায় এর আওতায় দ্বিতীয় তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৮ লক্ষ টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, আগে সেমিপাকা টিনের ঘর ছিল। সামান্য বৃষ্টি হলে পানি পড়ত। শ্রেণি কক্ষের সংকট ছিল। বর্তমানে নতুন ভবন নির্মাণ করায় শ্রেণি কক্ষের সংকট লাঘব হয়েছে। বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষক রয়েছে। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২৮৯ জন ছাত্র/ছাত্রী রয়েছে। বিদ্যালয়টির সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান নবিদুল ইসলাম বলেন, এলজিইডি কর্তৃক আধুনিক দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করার ফলে উন্নত মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয়টির নির্মাণ কাজ সুন্দর ও টেকসই হয়েছে। সিরাজগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, শিক্ষার সুন্দর, সুষ্ঠু ও মনোরম পরিবেশ তৈরি করতে তুলনামুলক অনেক কম খরচে আধুনিক ডিজাইন করে ভবনটি নির্মাণ করা হয়েছে। আধুনিক দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করার ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এবং উপস্থিতি উভয়ই বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন