
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-টু-বৈকারি সড়কের শিশুতলা মোড়ে এই অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাখায়েতুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় তারা রাস্তার উপর ফেলে রেখে যায় ৬ কেজি ওজনের গাঁজার প্যাকেট। পরে সেগুলো উদ্ধার করা হয়।
পলাতক আসামিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ইবরান হোসেন (২৭) ও গোলাম মোল্লার ছেলে মোঃ জাহিদ হোসেন (৩০)।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।