
শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)।
শনিবার সকাল ১১ টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।
মানববন্ধনে জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, দেশে বিএনপিকে পরিকল্পিতভাবে দমন ও নেতাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করার মাধ্যমে এসব ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন