ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
শহীদ আবু সাঈদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন সেনাপ্রধান

শহীদ আবু সাঈদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবার কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ সেনাবাহিনী প্রধান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

গত ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকায় আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

পরে, গত ২৩ মার্চ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন