ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
লালমনিরহাট জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

লালমনিরহাট জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

 
 
 
মোঃ লাভলু শেখ  লালমনিরহাট
 
জুলাই পদযাত্রা কর্মসুচী থেকে মার্চ টু গোপালগঞ্জ।  সেই কর্মসুচীতে গিয়ে হামলার শিকার হোন এনসিপি নেতাদের গাড়ী বহরে। ওই হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলা জামায়াত বিক্ষোভ মিছিল করেছেন।
 
বৃহস্পতিবার ১৭ জুলাই সকাল ১০ টায়  লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার  আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ মিছিল শহরের বড় মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 
 
লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান,  জেলা সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম ও ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালিব প্রমুখ।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন