ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
রাউজানে পথসভায় এনসিপি'র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

রাউজানে পথসভায় এনসিপি'র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

 রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি  

বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জমির এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের না এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ভূমিদস্যু, ভোটদস্যু ও মানুষের জীবনদস্যু তাদের করা নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আমাকে  আসার আগে অনেকে বলেছে রাউজান আওয়ামী লীগের তান্ডব এলাকা। আমি আপনাদের বলতে চাই আপনাদের মনে যদি এখনো ভয়টা থাকে তাহলে আপনারা স্বাধীন না। জালেমের পরিনতি কি হয়েছে আপনারা দেখেছেন, রাউজানের সাবেক এমপি আখাউড়া সীমান্তে কি ভাবে ধরা পড়েছে। তাঁর কোন অর্থ সম্পদের অভাব ছিল না। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতে মানবতা বিরোধী অভিযোগে মামলা চলছে। কারা জেল থেকে ছাড়াতে এবং বাঁচাতে কাজ করছে তারা যত ক্ষমতাশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, ৫ আগষ্ট চট্টগ্রাম শহরে যেই আন্দোলন চলছিল তখন সর্বোচ্চ অন্ত্র রাউজান থেকে সরবরাহ করা হয়েছিল।  তিনি ২৬ মে সোমবার ৪ টায় রাউজান জলিল নগর বাস ষ্টেশন চত্বরে আয়োজিত পথ সভায় এসব কথা বলেন।

পথ সভায় আরো বক্তব্য রাখেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, সংগঠনের যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ। 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন