ডার্ক মোড
Sunday, 10 August 2025
ePaper   
Logo
মোরেলগঞ্জে প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার অফিস উদ্ধোধন

মোরেলগঞ্জে প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার অফিস উদ্ধোধন

  

এস.এম. সাইফুল ইসলাম কবির,সুন্দরবন

প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা, আসুন মানবতfর হাত ধরি’ এ  স্রোগানকে  সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জে ‘প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা’র অফিস শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নের হাসেমখার হাট বাজার সংলগ্ন এ অফিস প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার।
  উদ্ধোধন শেষে আলোচনা সভায় ভারর্চুয়াল সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মো. সেলিম হাওলাদার। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এফ এম শামীম আহসান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম,  দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা শেখ আসাদুজ্জামান বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন সিদ্দিকুর রহমান খান, লোকমান হাওলাদার, মিল্টন হাওলাদার, রুবেল হাওলাদার, তহিদুল খান।    
প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয় ২০২৪ সালে। সমাজের সুবিধাবঞ্চিত ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা। ধনী গরিবের বৈষম্য দূর করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন। সমাজে ধনী ও গরিবের বৈষম্য দূর করতে এই ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। সমাজের সকল শ্রেনীপেশার মানুষের পাসে দাড়ানো এ সংস্থার মূল উদ্দেশ্যে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন