
মুন্সীগঞ্জের লঞ্চ ঘাটে ধলেশরী নদীতে নিখোজ ব্যক্তির সন্ধান মেলেনি
মুন্সীগঞ্জ(দক্ষিন)প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় লঞ্চঘাটে নোঙর করা একটি যাত্রীবাহী লঞ্চের এক যাত্রী ঘাটের পল্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই যাত্রীতে উদ্ধারে দিনভর কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম উদ্ধার না হওয়ার বিষয়ে নিশ্চিত করে বিকাল ৫ টার দিকে বলেন, নদীতে প্রচন্ড স্রোত এবং যেখানে নিখোঁজ হয়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি যার কারণে ডুবরী দলকে খোঁজ পেতে অনেক ব্যাগ পেতে হচ্ছে। এছাড়া তিনি আরো বলেন, পানির তলদেশ ছাড়াও আমরা ওই নিখোজ যাত্রী কোথাও ভেসে উঠছে কিনা তার জন্য পানির উপরেও সন্ধান চালাচ্ছি। রোববার দিবাগত রাত ২ টার দিকে ওই যাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ যাত্রী রফিকুল ইসলাম (৩০) ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও নিখোঁজ যাত্রীর স্বজন জানায়, ভোলার তজুমদ্দিন থেকে ঢাকা সদরঘাটের উদ্দ্যেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চ ফারহান-৩। রোববার দিবাগত রাত ২ টার দিকে যাত্রা বিরতিতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট নোঙর করে। এ সময় লঞ্চের অপর যাত্রী সোহেলকে এগিয়ে দিতে লঞ্চ থেকে ঘাটে নামেন নিখোঁজ রফিকুল ইসলামসহ কয়েকজন। সোহেলকে এগিয়ে দিয়ে ফিরে লঞ্চে উঠার সময় রফিকুল পন্টুন থেকে নদীতে পড়ে যায়। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার সহকারি পরিচালক মো. কামরুল হাসান জানান, ‘প্রত্যক্ষর্শীদের দেখানো জায়গাটিতে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ডুবুরী টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে নদীর গভীরতা প্রায় ১২০ ফিট এবং তীব্র স্রোত থাকায় অভিযান কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।’