
মিরসরাইয়ে কৃষক দলের সমাবেশ , বৃক্ষরোপণ কর্মসূচি
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলা কৃষকদলের উদ্যোগে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় ও আহ্বায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদলের চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি প্রমুখ।
প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে একাকার হয়েছে। তারা নির্বাচন চায় না। জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী মূল্যবোধী শক্তি এক থাকতে হবে। সাধারণ মানুষ বিআর পদ্বতি বোঝে না। বিআর পদ্বতিতে ভোট দিবেন সন্দীপে, এমপি হবে মালদ্বীপে। আমরা আর অন্ধকার যুগে থাকতে চাই না।
মিরসরাই বিএনপির উদ্দেশ্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, মিরসরাই বিএনপির মধ্যে আমরা দ্বিধাবিক্ততি চাই না। আসুন আমরা সকল দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হই। যদি আমার ভুল থাকে বসে সমাধান করুন।
আমরা দ্বিধাবিভক্তি থাকলে স্বৈরাচার আওয়ামীলীগ সুযোগ পাবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন