ডার্ক মোড
Sunday, 20 July 2025
ePaper   
Logo
মধ্যনগরে পানিতে ডুবে মা শিশু কন্যাসহ তিন জন নিহত

মধ্যনগরে পানিতে ডুবে মা শিশু কন্যাসহ তিন জন নিহত

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি


সুনামগঞ্জের মধ্যনগরে মা ও শিশু কন্যা সহ পানিতে ডুবে একই দিনে তিন জন মারা গিয়েছেন ।
নিহতরা হলেন,নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার বরকাপন ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম, একই উপজেলার একই গ্রামের বিলকিছ আক্তার ও তার শিশু কন্যা বিথি আক্তার।


শুক্রবার পৃথক দুটি স্থান থেকে ওই তিন জনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও থানা পুলিশ। প্রত্যক্ষদর্মীদে সুত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার স্বরস্বতীপুর গ্রাম থেকে ২৬ থেকে ২৭চন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে।ট্রলারটি পিঁপড়াকান্দা সেতু নিচ দিয়ে নৌ পথ পাড়ি দেয়ার সময় ¯্রােতের ধকল সামলাতে না পেরে শালদিঘা হাওরের পানিতে তলিয়ে যেতে থাকে। ট্রলারের থাকা অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও শামসুন্নাহার বেগম নামে এক যাত্রী হাওরের পানিতে ডুবে মুত্যু বরণ করেন।অপরদিকে গ্রামে গ্রামে শিশু সন্তান নিয়ে ভিক্ষে করে ফেরার পথে মধ্যনগরের গলহা গ্রামের মসজিদ সংলগ্ন ডুবন্ত পথ পাড়ি দিতে গিয়ে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার ঘিলা চৌকা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী প্রতিবন্ধী বিলকিছ আক্তার ও তার শিশু নাম বিথি আক্তার পানিতে ডুবে মুত্যু বরণ করেন। শুক্রবার দুপুরের দিকে খবর পেয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।


মধ্যনগর থানার ওসি মুনিবুর রহমান পানিতে ডুবে ওই তিন জনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন