
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ দুর্ধর্ষ ২ ডাকাত আটক
ভোলা প্রতিনিধি
ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার মধ্যরাতে দৌলতখান উপজেলার খয়েরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন,মোঃ শহীদ (৪৮) ও মোঃ শাহাবুদ্দিন (৪৫)। তারা দুজনই ওই উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন ইং মঙ্গলবার রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ২ টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ০২ জন সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র , ২২ রাইফেলের ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ২ টি দেশীয় অস্ত্রসহ অটিক করা হয়।
আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দৌলতখান থানায় হস্তান্তরের কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোন্দ্র পর্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোন্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।