ডার্ক মোড
Sunday, 03 August 2025
ePaper   
Logo
বেতাগীতে ডেঙ্গুতে শিশুসহ দুই জনের মৃত্যু

বেতাগীতে ডেঙ্গুতে শিশুসহ দুই জনের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাম্প্রতিক সময়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়াগেছে।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তারের। মিম আক্তার হোসনাবাদ ইউনিয়নের পশ্চিম হোসনাবাদ গ্রামের বাসিন্দা মোঃ সোহেল খানের কন্যা।

জ্বর হলে মিম আক্তার কে সোমবার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এর আগে গত রবিবার আখি বেগম (৪২) নামের মহিলা আক্রান্ত হয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মৃত্যু বরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ ভর্তি হন এবং সেখানেই মারা যান। তার বাড়ী মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ করুনা গ্রামে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন