ডার্ক মোড
Monday, 14 April 2025
ePaper   
Logo
বান্দরবানে বিএনপি অফিস ভাংচুরের প্রতিবাদে নেতাকর্মীদের  বিক্ষোভ মিছিল—সমাবেশ

বান্দরবানে বিএনপি অফিস ভাংচুরের প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল—সমাবেশ

 

সোহেল কান্তি নাথ, বান্দরবান, :
বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপি্#৩৯;র অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল—সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (৯ এপ্রিল) সকালে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।
পরে মুক্তমঞ্চের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপিনেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আইয়ুব খান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন, আগামী ৪৮
ঘন্টার মধ্যে বিএনপি অফিস ভাংচুরে জড়িত আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যতায় আওয়ামী সন্ত্রাসীদের খোঁজে খোঁজে
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন