ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
বাগান বাড়ির রহস্য গ্রন্থটি পাঠকের ইতিবাচক চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাগান বাড়ির রহস্য গ্রন্থটি পাঠকের ইতিবাচক চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নিজস্ব প্রতিবেদক

লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কবি বাপ্পি সাহা রচিত কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ গ্রন্থটি পাঠকের ইতিবাচক চিন্তা চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই গ্রন্থ শিশু-কিশোরসহ সকল পাঠকের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করতে সহায়ক হবে। এই গ্রন্থটি পাঠকের সহজাত ভীতি দূর করে তাকে সাহসী করবে। তিনি এই গ্রন্থের ব্যাপক প্রচার ও প্রসার প্রত্যাশা করে আরো বলেন, কবি, গল্পকার ও কথা সাহিত্যিক বাপ্পি সাহা এই গ্রন্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় রহস্য আকারে সুন্দর ও চমৎকারভাবে উপস্থাপন করেছেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ গ্রন্থ উৎসর্গ করা হয়। এই গ্রন্থটি ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় লেখক উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে গ্রন্থের লেখক কবি বাপ্পি সাহা আনুষ্ঠানিকভাবে তাকে প্রদান করেন। এসময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল গ্রন্থের ও লেখকের সফলতা কামনা করে উল্লেখিত কথা বলেন।

বাপ্পি সাহা রচিত কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ গ্রন্থটি শিক্ষক, কবি ও বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে উৎসর্গ করা হয়েছে। ঢাকার বাংলাবাজারস্থ ক্যারিয়ার পাবলিকেশন থেকে গ্রন্থটি অমর একুশে গ্রন্থ মেলা ২০২৫ উপলক্ষে প্রকাশ করা হয়েছে। বইটি অমর একুশে গ্রন্থ মেলার ৪৯৭-৪৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন