ডার্ক মোড
Wednesday, 23 July 2025
ePaper   
Logo
বাউফলে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ জনজীবন

বাউফলে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ জনজীবন

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি 
জাতীয় গ্রিডে ঘাটতি না থাকলেও পটুয়াখালীর বাউফলে লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ । টানা দুই দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চরমে উঠেছে। ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপদাহে মানুষ ছটফট করছেন। বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরম ও ঘামে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। বৃদ্ধরা পড়ছেন নানা শারীরিক জটিলতায়।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত লোডের কারণে বাউফল জাতীয় গ্রিড থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। 
গ্রাহকরা জানান, গত দুই রাতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর পুরো রাত থাকে না। সকালে এসে কিছু সময় থেকে আবার চলে যায়। ২৪ ঘণ্টার মধ্যে ৮ থেকে ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এ ছাড়া মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণের কথা বলে এক থেকে দুই দিন পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিদ্যুৎ বিভ্রাটের ফলে হিমায়িত খাদ্য নষ্ট হচ্ছে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে শিশু ও বৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোর রোগীরাও ভোগান্তিতে পড়ছেন।
বাউফল সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘বাউফলে লোডশেডিংয়ের মাত্রা বেশি। এতে আমাদের নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে বিদ্যুৎ যায় না, আসে মাঝে মধ্যে।’
কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের ছাত্র তামিম খন্দকার বলেন, আগামী ২৬ জুন আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এভাবে লোডশেডিং থাকলে আমাদের পড়াশোনার বিঘ্ন ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স'মিলের মালিক বলেন, এভাবে হলে আমাদের ব‍্যবস‍্যার অবস্থা খারাপ হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রিপন সিকদার বলেন, ‘রাতভর বিদ্যুৎ ছিল না। এতে অসুস্থতা আরও বেড়ে গেছে।’
একই হাসপাতালের রোগী মো. নজরুল প্যাদা বলেন, ‘বিদ্যুৎ নিয়ে যেন চোর-পুলিশ খেলা চলছে। সারা রাত বিদ্যুৎ না থাকলে রোগীরা ঘুমাবেন কীভাবে?’
বাউফল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, বুধবার (১১ জুন) রাতে একটি বৈদ্যুতিক তারে আগুন লাগে। পটুয়াখালী থেকে লোক এনে মেরামতে সময় লেগেছে। এছাড়া অতিরিক্ত লোডের কারণে গত সপ্তাহে মাঝেমধ্যেই লোডশেডিং হয়েছে।’ 
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবুল কালাম বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি নেই। ব্যবস্থাপনা ও ভৌগোলিক সমস্যার কারণেই সরবরাহে বিঘ্ন ঘটছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন