ডার্ক মোড
Monday, 21 July 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে অভিভাবক ও মা সমাবেশ এবং সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীতে অভিভাবক ও মা সমাবেশ এবং সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম
ফুলবাড়ীতে অভিভাবক ও মা সমাবেশ, সনদ, সম্মাননা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (১৯ জুলাই) সাড়েএগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ফুলবাড়ী বে-সরকারি ক্যাডেট স্কুলে, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ আনিসউর রহমান (স্বপন)-এর সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত/২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সনদ, সম্মাননা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অনন্তপুর মেধাবিকা কিন্টার গার্টেন এর পরিচারক জাহিদুল ইসলাম, নেফ এর পরিচারক সামছুসদোহা, অভিভাবক ও বিএসসি শিক্ষক নুরুন্নবী মুকুল, অভিভাবক মিজানুর রহমান ও অভিভাবক খাদিজা আক্তার। 
বক্তারা জানান শুধু স্কুলে লেখা পড়া করলেই হবেনা বাড়িতেও ছেলে/মেয়েদেরকে দেখা শুনা করতে হবে তারা পড়ার টেবিলে কি করে সেদিকেও চোখ রাখতে হবে, বাচ্চা বাড়ি থেকে বেড়িয়ে স্কুলে য়ায় না কোথায় যাচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। 
অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজামাল ইসলাম , অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা,অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন