ডার্ক মোড
Saturday, 02 August 2025
ePaper   
Logo
পোগলদিঘা হাই স্কুলকে আধুনিক ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো : প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন

পোগলদিঘা হাই স্কুলকে আধুনিক ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো : প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন

 
 
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) 
 
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোগলদিঘা বহুমূখি উচ্চ বিদ্যালয়। যা ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও লাগেনি অবকাঠামোগত উন্নয়নের ছোয়া।
 
জানা যায়, কিছুদিন আগে বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চার সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জামালপুর হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক ও তারাকান্দি গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
এডহক কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন বলেন, এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই বিদ্যালয় থেকে ২০০২ সালের এসএসসি পাস করেছি। স্কুলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। শিক্ষার্থীদের স্কুলমুখী ও শিক্ষাগ্রহণে মনযোগী করে তোলার জন্য বিদ্যালয়টিকে একটি দৃষ্টিনন্দন আধুনিক স্কুলে রূপান্তর করবো। আমি সর্বদা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার ও অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। 
 
আমি বিদ্যালয়টির পরিবেশ, অবকাঠামো সুন্দর ও শিক্ষার মান উন্নয়নে ও পরীক্ষার ফলাফল উন্নত করতে সর্বোচ্চ নিরলসভাবে কাজ করবো। বিগত ১৬ বছরে স্কুলটির অবকাঠামোগত বা কোথাও বিন্দুমাত্র উন্নয়নের ছোঁয়া লাগেনি। সবই লুটপাট করা হয়েছে। তবে আমি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই স্কুলটি গড়ে তুলা সম্ভব।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন