ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
পা ভাঙায় কাউকে দুষছেন না মুসিয়ালা

পা ভাঙায় কাউকে দুষছেন না মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক 

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পিএসজির বিপক্ষে পা ভাঙার জন্য কাউকে দায়ী করছেন না জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারের মতে, ফুটবলে এসব ঘটনা ঘটেই।

আটলান্টায়  শনিবার বায়ার্নের ২-০ গোলে হারা ম্যাচে পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে গুরুতর ওই চোট পান মুসিয়ালা।

প্রথমার্ধের শেষ দিকে বলের নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের ডিফেন্ডার উইলিয়ান পাচোকে চ্যালেঞ্জ জানান মুসিয়ালা, ওই মুহূর্তে দোন্নারুম্মা দুর্ঘটনাবশত মুসিয়ালার পা মাড়িয়ে দেন। মাঠে কিছুক্ষণ চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয় তাকে।

২২ বছর বয়সী এই ফুটবলারের পায়ের নিচের দিকের একটি হাড়ে চিড় ধরা পড়েছে ও অ্যাঙ্কেল সরে গেছে।

আটলান্টা থেকে মিউনিখে ফেরার পর মুসিয়ালার অস্ত্রোপচার করা হয়। কয়েক মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন মৌসুমের শুরুতে তিনি খেলতে পারবেন না।

মুসিয়ালার চোট পাওয়া নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়ে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছিলেন, তিনি ‘খুব কমই এতটা ক্ষুব্ধ’ ছিলেন। বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার তো সরাসরি দোন্নারুম্মাকে দোষ দিয়েছিলেন।

বুধবার ইনস্টাগ্রাম পোস্টে মুসিয়ালা অবশ্য বললেন, তার এই চোটের জন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়।

“অস্ত্রোপচার ভালো হয়েছে, আমার চিকিৎসা ভালো হচ্ছে। আমি বলতে চাই, এর জন্য কেউ দায়ী নয়। আমার মতে, (ফুটবলে) এরকম ঘটনা ঘটেই। এখন পরবর্তী সময়টা আবার আমার প্রাণশক্তি ও ইতিবাচকতা বাড়াতে কাজে লাগাব।”

ঘটনার পরপরই দোন্নারুম্মাকে কাঁপতে দেখা যাচ্ছিল। মুসিয়ালার চোটের মাত্রা বুঝতে পেরে হতাশা আর অবিশ্বাসে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক। পরে মুসিয়ালার সুস্থতার প্রার্থনা করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন তিনি।

গত মৌসুমে বায়ার্নের বুন্ডেসলিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুসিয়ালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন আটটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন