ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ-জাইকা ঋণচুক্তি

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ-জাইকা ঋণচুক্তি

নিজ্বস প্রতিনিধি

 জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)।

এই চুক্তির আওতায়, জাইকা বাংলাদেশকে প্রায় ৯২,০৭৭ মিলিয়ন জাপানি ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা) ঋণ প্রদান করবে। এটি প্রকল্পটির নির্মাণকাজে অর্থায়নের প্রথম ধাপের ঋণচুক্তি।

 

 বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে শেরে-বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং ইআরডির সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী স্বাক্ষর করেন।

 

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে প্রকল্পটির প্রকৌশল সেবার জন্য আরও একটি ঋণচুক্তি করে জাইকা। ইতোমধ্যে প্রকল্পটির জন্য প্রকৌশল পরামর্শক নিয়োগ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। শিগগিরই বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শুরু হবে।

১৬২ কিলোমিটার দীর্ঘ এই ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্পের মাধ্যমে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত বিদ্যমান রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হবে। এতে দেশের রেল পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে।

এ প্রকল্পের মাধ্যমে পশ্চিমাঞ্চল ও ঢাকার মধ্যে পরিবহন সংযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি, জাইকার সহায়তায় নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ ব্যবহার নিশ্চিত করা যাবে। এটি শুধু অভ্যন্তরীণ নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও রেল যোগাযোগ জোরদার করবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বক্তব্যে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “বাংলাদেশের রেল সংযোগ ব্যবস্থার উন্নয়নে আজকের এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এ সহায়তা বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে সহায়ক হবে।”

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী বাংলাদেশের উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহযোগিতার জন্য জাপানবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন