ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ঢাবি শিবিরের সাইকেল র‌্যালি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ঢাবি শিবিরের সাইকেল র‌্যালি

ঢাবি সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির করেছে নানান আয়োজন। মঙ্গলবার (৫ আগস্ট) ‘ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের একবছর পূর্তি উপলক্ষে’ আয়োজিত হয় ‘ফতহে গণভবন সাইকেল র‌্যালি’। এই র‌্যালিটি ২০২৪ সালের পাঁচ আগস্টে গণভবনের স্মৃতি রক্ষা এবং স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন আয়োজকরা।

র‌্যালিটি সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে গণভবনের সামনের সড়কে পৌঁছায়। সেখান থেকে র‌্যালিটি আসাদগেট, ধানমন্ডি, সাইন্সল্যাব, নীলক্ষেত হয়ে টিএসসিতে এসে সমাপ্তি ঘটে। র‍্যালিতে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র‌্যালির শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ টিশার্ট বিতরণ করা হয়, যাতে লেখা ছিল ‘৩৬ জুলাই, আমরা থামব না’ এবং সবার সাইকেলে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ছিল।

এছাড়া, টিএসসিতে গত সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনামলের ও জুলাইয়ের বিভিন্ন তথ্যচিত্র, নাটক ও ত্রিডি এনিমেশন প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রশিবির।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা এসেছিল ৫ আগস্ট। সেই দিনটিকে বিশেষভাবে উদযাপন করাই ছিল আমাদের মূল লক্ষ্য। সে জন্যই এই বিশেষ সাইকেল র‍্যালির আয়োজন করা। এছাড়াও আগামী ৫, ৬, ৭ আগস্ট তিন দিনব্যাপী টিএসসিতে জুলাইকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, আলোচনাসভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকছে। ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকাবাসীকে আমরা এসব উপভোগ করার আমন্ত্রণ জানাই৷

একিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক এক মনোজ্ঞ কনসার্ট আয়োজন করবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ঐক্যের বার্তা দিতে এই কনসার্ট আয়োজন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পীরা পারফর্ম করবেন বলেও জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন