ডার্ক মোড
Sunday, 03 August 2025
ePaper   
Logo
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য পীর হাবিবুর রহমান আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য পীর হাবিবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক কলামিস্ট পীর হাবিবুর রহমান আর নেই। শনিবার বিকেল ৪টা ৮মিনিটে ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক বাংলাবাজার, মানবকণ্ঠসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন।

গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টশেনের মাধ্যমে ক্যান্সার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

এই বরণ্যে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবীবুরর রহমানের ১৯৬৪ সালে ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন