ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
জাটকা সংরক্ষন সপ্তাহ পদ্মা নদীতে জাটকা ধরা বন্ধে হাটবাজারের জেলেদের নিকট সচেতনতামূলক প্রচার প্রচারণা

জাটকা সংরক্ষন সপ্তাহ পদ্মা নদীতে জাটকা ধরা বন্ধে হাটবাজারের জেলেদের নিকট সচেতনতামূলক প্রচার প্রচারণা


মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ (দক্ষিন)॥

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পদ্মা নদী সংলগ্ন মুন্সীগঞ্জের লৌহজংয়ে চলছে নানা সচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু হয়েছে। লৌহজং উপজেলা মৎস্য বিভাগ এ সচেতনতামূলক প্রচার প্রচারনা চালাচ্ছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানিয়েছে, “জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত মঙ্গলবার থেকে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। কিন্তু এক শ্রেনীর অসাধু জেলে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে পদ্মা নদীতে অবৈধভাবে জাটকা ইলিশ শিকার করে। আর এ অবৈধ জাটকা ইরিশ বিক্রিতে সহায়তা করে বিভিন্ন হাটা বাজারের মাছ বিক্রেতা। তারা পদ্মায় অবৈধভাবে শিকার করা জাকটা কিনে বাজারে বিক্রি করে এই অবৈধ কর্মকান্ডে সহায়তা করছে। তাই আমাদের উচিৎ তাদেরকে সচেতন করা। যদি তারা জাটকা না কিনে, তবে জেলেরাও জাকটা ধরতে নদীতে নামবেনা। কারণ জাটকা ধরলেও বেচার জায়গা থাকবেন। তাই জাটকা ধরলে তা বিক্রি করতে না পারলে জেলেরা উৎসাহ হারিয়ে জাটকা ধরা বন্ধ করে দিবে। এরই ধারাবাহিকতায় লৌহজং উপজেলা মৎস্য অফিস বিভিন্ন হাট বাজারের মাছ বিক্রেতাসহ সর্বসাধারণের নিকট সচেতনতা মূলক প্রচার পত্র বিলি করছে। গতকাল উপজেলার মালির অংশ. বৌলতলী, বড়মোকাম বেজগাও ও গাওদিয়া বাজারে এ প্রচারাভিযান চালানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন