ডার্ক মোড
Sunday, 20 July 2025
ePaper   
Logo
ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন

ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন

 
 
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা 
 ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের  আয়োজনে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
 
শুক্রবার (১৮ জুলাই) সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়, নারিকেলতলার মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে শেষ হয়ে পুরস্কার বিতরণ করা হয় ।
 সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ,  আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য,বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য,বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে  জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন