ডার্ক মোড
Monday, 21 July 2025
ePaper   
Logo
ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই :আল্লামা মামনুন হক

ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই :আল্লামা মামনুন হক

 

কুড়িগ্রাম প্রতিনিধি
 
বাংলাদেশ খেলাফত মজলিসের  আমীর আল্লামা মামুনুল হক   জানান ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নিরপক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের সঠিক পদক্ষেপ গ্রহন করুন। আগামী নতুন সরকার কে  সে  দায়িত্ব অর্পণ করে দেশের কল্যানে বর্তমান সরকার ভুমিকা পালন করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। বিগত আওয়ামী দুঃশাসনের  সময় জুলুম এবং নিপীড়নের শিকার হওয়া প্রতিটি রাজনৈতিক  দল এবং পক্ষ কে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনার নিজেরা পরস্পর   ভ্রাতৃত্বকালীন লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নুতুন করে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি  রাজনীতিকে পূর্ণবাসন করবার চেষ্টা করবেন না। তাহলে নুতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য বিনষ্ট হবে।। 
 
 
শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিসের আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।। জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানীর  সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ন মহাসচিব মুফতি শারাফত হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুছা প্রমুখ।।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন