ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার

 
 
মাহিদুল ইসলাম রিপন ,দিনাজপুর 
 
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। উক্ত ঘটনায় মোশফেকুরের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে এএসপি মোশফেকুর রহমান প্রত্যাহার করা হয়।
 
বুধবার (১৬ জুলাই) রাতে সংগঠনটির নেতাকর্মীরা দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
 
এর আগে, সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখেন— “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।”
 
এক বছর আগের একটি ঘটনা উল্লেখ করে একরামুল হক আবির বলেন, এই পুলিশ কর্মকর্তা আমাদের আন্দোলনের সময় গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন। তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আবার আমাদের নেতাকর্মীদের নিয়ে ট্রল করেছেন। আমরা মনে করি, তিনি ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে বারবার আন্দোলন দমন করছেন।
 
তিনি আরও বলেন, শুধু প্রত্যাহারই যথেষ্ট নয়। তার বিরুদ্ধে মামলা নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব।
 
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, পোস্টটি দেখার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন