
কাঠালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মো. সাবু হাওলাদার (৪০) কে গ্রেফতার করে ঝালকাঠি কোর্টে চালান করেছে পুলিশ। গত বুধবার ( ১৮ জুন) রাতে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাবু হাওলাদার উপজেলার দুক্ষন চেঁচরী গ্রামের মৃত্যু হারুন হাওলাদারের ছেলে।
গত বুধবার (১৮ জুন) ওই শিশুর মা সুরমা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) আসামী মো. সাবু হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের কৃষক শহীদুল ইসলাম ধান রোপন করার জন্য মাঠে যায় এবং তার স্ত্রী সুরমা বেগম গত বুধবার (১৮ জুন) এনজিওর কিস্তি দিতে স্থানীয় জোরাপোল বাজারে যায়। এ সুযোগে ফাঁকা ঘরে একা পেয়ে শহীদুল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী (১২) কে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে একই বাড়ীর বখাটে সাবু হাওলাদার। এসময় ওই শিশুর ডাকচিৎকারে বাড়ীর লোকজন ছুটে এলে বখাটে সাবু পালিয়ে যায়। পরে থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে।