ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
এলজিইডি’র ক্রিম প্রকল্প : ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশনের সমাপ্তি

এলজিইডি’র ক্রিম প্রকল্প : ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশনের সমাপ্তি

নিজ্বস প্রতিনিধি

৭-১০ জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর ক্লাইমেট ইনফরমেন এন্ড আর্লি ওয়ানিং সিস্টেম (সিআইইডব্লিউএস) বিষয়ক মূল্যায়ন মিশন সম্পন্ন করেছে।
গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াড এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন সিনিয়র ইভ্যালুয়েটর এন্ড কনসালটেন্ট ড. ভিসিন্টা সায়েল কোর্টেস বারেউটা।

৭ জুলাই মিশনকে সামনে রেখে  ক্রিলিকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক।
এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন, জিসিএফ মূল্যায়ন দলের সদস্য হাফিজুর রহমান, প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং পরামর্শগণ উপস্থিত ছিলেন।
এছাড়া পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সিনিয়র সহকারী সচিব মোঃ কবীর হোসেন উপস্থিত ছিলেন।
ক্রিলিক এর সম্পাদিত কর্মাকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মূল্যায়ন টিম সন্তোষ প্রকাশ করেন।

জিসিএফ এর মূল্যায়ন মিশন ৯ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পৌরসভায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এরপর  মিশন টিম জিসিএফ এর অর্থায়নে নির্মিতব্য আশাশুনি উপজেলার বাকরা সাইক্লোন সেল্টার সাইট পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন এবং সাইট নির্বাচনের উপযুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে অর্থনৈতিক  সম্পর্ক বিভাগ (ইআরডি) এর  সিনিয়র সহকারী সচিব মোঃ কবীর হোসেন, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তী, পৌরসভা ও এলজিইডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন