ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব- ৮

আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব- ৮

সাইফুল ইসলাম, বরিশাল 
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের খুন ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ, ঢাকার একটি বিশেষ আভিযানিক দল ০২ জুন ইং   ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান@বাবুল এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী ১) সোহাগ বেপারী (৩৫) (ডাকাত দলের সর্দার), পিতা-বাদশা বেপারী, সাং-সোহাগদল, থানা-নেছারাবাদ (স্বরুপকাঠি), জেলা-পিরোজপুর, একই তারিখ ১৯.৩০ ঘটিকায়, ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন বিক্রমপুর এলাকা থেকে ২) মোঃ মীর লিটন(৫০), পিতা-জাকারিয়া রহমান, সাং-কচুয়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল এবং একই তারিখ ২১.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকা থেকে ৩) নাসির (৪০), পিতা-মজনু মিয়া, সাং-সোহাগদল, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর’কে আটক করতে সক্ষম হয়। গত ২২/০৪/২০২৫ ইং তারিখে রাত ০২.০০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন দক্ষিণ বাইশারী গ্রামের ভিকটিম মোঃ মিজানুর রহমান@বাবুল (২৫) এর বসত ঘরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা মুখে কাপড় ও বিভিন্ন রংয়ের মুখোশ বাধা অবস্থাায় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত ১৪ ভরি ০৮ আনা স্বর্ণালংকার, ০২টি মোবাইল এবং নগদ ২,০০,০০০/-(দুইলক্ষ) টাকাসহ আনুমানিক সর্বমোট ২২,৪৩,৫০০ (বাইশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়।

উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে বরিশাল জেলার বানারীপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত মামলার দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আসামীদের উক্ত ডাকাতির মামলার সন্দিগ্ধ আসামীদের হিসাবে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। এমতাবস্থাায়, র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকা এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে উপরিউক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের প্রত্যক্ষ অংশগ্রহণে ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃত সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা, অস্ত্র এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন