ডার্ক মোড
Sunday, 03 August 2025
ePaper   
Logo
অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের প্রশিক্ষণ সমাপ্ত

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের প্রশিক্ষণ সমাপ্ত

চট্টগ্রাম ব্যুরো

পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) এর সার্বিক তত্ত্বাবধানে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষে বিদায় নিয়েছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে অরবিসের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং কর্মকর্তাসহ ৫০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিইআইটিসি’র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন, অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের পরিচালক মরিস গ্যারি, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর, দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অরবিসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের পরিচালক মরিস গ্যারি সিইআইটিসি’র টিমের আন্তরিকতার প্রশংসা করে বলেন, তাদের সহযোগিতায় খুব ভালো মানের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর এ ধরণের সামাজিক কার্যক্রমকে স্বাগত জানান এবং অরবিস আবারো বাংলাদেশে আসার আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এটি চট্টগ্রামে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের ৫ম বারের আগমন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন