ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
 নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

 নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

 

নাঙ্গলকোট (কুমিল্লা)

কুমিলার লাকসাম-নোয়াখালী রেললাইনে নাঙ্গলকোট অংশে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নাঙ্গলকোট উপজেলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে অটোরিকশার যাত্রী মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) ও অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনটি লাকসাম যাচ্ছিল। পথে তুগুরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশাটি ট্রেনের সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। বাকি একজনের মৃত্যু হয় হাসপাতালে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন