ডার্ক মোড
Friday, 21 February 2025
ePaper   
Logo
১০ বছরের পরিকল্পনায় এডিবির অর্থায়ন বাড়ল ১২ বিলিয়ন

১০ বছরের পরিকল্পনায় এডিবির অর্থায়ন বাড়ল ১২ বিলিয়ন

নিজস্ব প্রতিবেদক

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ক্যাপিটাল ইউটিলাইজেশন প্ল্যানে (সিইউপি) বার্ষিক অর্থায়নের প্রতিশ্রুতি ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করেছে। ১০ বছর মেয়াদি পরিকল্পনায় (২০২৪-২০৩৪) ২৪ বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এডিবির সদস্যভুক্ত দেশগুলো এই অর্থায়ন ব্যবহার করবে। সেই ধারাবাহিকতায় নানা প্রকল্পে এই মেগা অর্থায়ন ব্যবহার করতে পারবে বাংলাদেশও।

এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এডিবি জানায়, নানা প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে চায় এডিবি। আরো সুষম এবং বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওসহ অপারেশন পরিকল্পনা প্রসারিত করা হবে। এডিবি তার উন্নয়নশীল সদস্য দেশগুলোকে টেকসই অর্থায়ন করতে এবং প্রকল্পগুলো বিকাশে সহায়তা করার জন্য তার ক্রমবর্ধমান নেট আয়ের সুবিধা নিতে চায়। পরবর্তী এক দশকে এডিবির সদস্যভুক্ত দেশগুলোতে উন্নয়ন কাজ আরও প্রসারিত করা হবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, এই গতিশীল পরিকল্পনাটি আমাদের অঞ্চলের পরিবর্তিত চাহিদার প্রতি সাড়া দেবে। এডিবি রূপান্তরমূলক প্রভাবকে শক্তিশালী করে, মানুষের জীবনযাত্রার উন্নতি করে এবং আমাদের গ্রহকে সুরক্ষিত এই পরিকল্পনা ব্যবহার হবে। এই মেগা পরিকল্পনা আমাদের সমগ্র অঞ্চল জুড়ে আমাদের কার্যক্রমের গুণমান এবং কার্যকারিতা বাড়াতে গিয়ে জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত বিনিয়োগ করতে সক্ষম হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন