ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
সোনারগাঁ এলজিইডি'র আরজুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সোনারগাঁ এলজিইডি'র আরজুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীর মোঃ আরজুরুল হক এর বিরুদ্ধে মাটির রাস্তা টেন্ডার প্রকল্পের দুর্নীতি অভিযোগ ওঠেছে।

জানা যায়, গত ১১ মে ২০২২ ইং সালে সোনারগাঁ উপজেলা উন্নয়ন কল্যাণ তহবিলের টাকায় ব্যক্তি মালিকানা সিটি আবাসন প্রতিষ্ঠানের জন্য রেদোয়ান এন্টারপ্রাইজকে ৮ লক্ষ টাকার মাটির রাস্তা টেন্ডার দেওয়া হয়, যা উপজেলা উন্নয়ন কল্যাণ তহবিলের টাকা ব্যয় বিরুদ্ধ। উপজেলা উন্নয়ন কল্যাণ তহবিলের টাকা যা সোনারগাঁ উপজেলার সাধারণ জনগণের কল্যাণের কাজে ব্যয় করার কথা। খোঁজ নিয়ে জানা যায় যে, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছ থেকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো: আরজুরুল হক রহস্যময় কারণে এ কাজের বরাদ্ধ দেন বলে অভিযোগ পাওয়া যায়।

এছাড়াও ওই প্রকৌশলীর বিরুদ্ধে নামে বেনামে বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারদের সাথেও অশোভন আচরনের অভিযোগও আছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিমার্ণ কাজের অনিয়মের অভিযোগ তুলেছেন সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওসমান গণী।

উল্লেখ্য, উপজেলার কল্যাণ তহবিলের কোনো প্রজেক্ট পাশ করতে হলে উপজেলার স্থানীয় সরকার সদস্যের মাধ্যমে বিল পাশ করে টেন্ডার প্রক্রিয়াধীন করতে হয়। অভিযোগ আছে, উক্ত টেন্ডারটি কাউকে অবহিত না করে প্রকল্পটি জনশুন্য এলাকায় দেওয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় যে সেখানে কোনো বসত বাড়ি নেই। আছে তিন ফসলী জমি।

জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে তারা অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলী মো: আরজুরুল হক তাহার নিজের মতো করে বিভিন্ন প্রকল্প সাজিয়ে উপজেলা উন্নয়ন তহবিলের টাকা হাতিয়ে নিচ্ছেন। আমাদের জানানোর প্রয়োজন মনে করেন না। আমরা অনেকবার বলেও এর কোন প্রতিকার করতে পারিনি।

সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখি প্রকল্পটি জনশুন্য এলাকায়। যার ফলে স্থানীয়দের কোনো উপকারে আসবে না বলে আমি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী কে অবগত করি।

সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আরজুরুল হক বলেন, প্রকল্পটি টেন্ডার হয়েছে কিন্তু সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে অবগত করেন যে, উক্ত প্রকল্পটি জনস্বার্থের জন্য উপকারি নয় সেজন্যে প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন