সিসিক সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সিলেট ব্যুরো
সরকারি ভূমিতে যথাযথ কতৃপক্ষের অনুমোদন ছাড়া কোন ধরণে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে সড়কের পাশের ভূমি দখল করে স্থাপনা নির্মাণ জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে। সড়কের দুপাশের সৌন্দয্য নষ্ট করে এমন জবরদখল চলতে দেয়া যায় না- বলেছেন সিলেট সিসি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার (২৫ ডিসেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা ইসলামপুর সিলেট-জাফলং মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্চেদ অভিযান শেশে তিনি এসব কথা বলেন। সিসিক মেয়র বলেন, সিলেটের এই সড়ক ধরে প্রতিদিন অগনিত পর্যটক হযরত শাহপরান (রহঃ) মাজার জিয়ারত, জাফলং সহ প্রাকৃতিক পর্যটন কেন্দ্রসমূহে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কের দুপাশের ভূমিতে অবৈধভাবে নানা ধরণের স্থাপনা নির্মাণ করেছেন দখলদাররা। অপরিকল্পিত এসব স্থাপনা নির্মাণের ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিসিক মেয়র। তিনি বলেন, এসব এলাকায় নগর পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিসিক। নগরের পরিবেশন রক্ষায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহবান জানান তিনি।
অভিযানে সিলেট এমসি কলেজ এলাকা থেকে ইসলামপুর বাজার পর্যন্ত সড়কের দুপাশের স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। একই সাথে পরিস্কার পরিচ্চন্নতার কাজ করে সিসিক। অভিযানের সিসিকের বিভিন্ন শাখা-বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।