ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
সিরাজদিখানে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সিরাজদিখানে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সিরাজদিখানে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ রবিবার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রত্যুষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল ৭টায় উপজেলা পরিষদ নতুন কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা নির্বাাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে সিরাজদিখান টংগীবাড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান রিফাত ও ওসি এ এএম মিজানুল হকের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দন আহম্মেদে, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও অর্থ সম্পাদক আব্দুল করীম হাজীর নেতেৃত্বে উপজেলা আওয়ামী লীগ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, ছাত্র ছাত্রীদের সমাবেশ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ নেন। বেলা ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল ৫টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন