ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
সাভারের ইয়ারপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

সাভারের ইয়ারপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার জেলার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নে সতের কোটি পঞ্চাশ লক্ষ সাতান্ন হাজার সাতশো’ সাতচল্লিশ টাকার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সাভারের ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মিত ৩টি বিদ্যালয় ভবন ও ৫টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সাভার উপজেলা প্রকৌশল অফিস, পিআইও অফিস এবং উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নে সাভার উপজেলা প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ১কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৫৮৮ টাকা ব্যয়ে নির্মিত তিনটি নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ১৩ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৪১৭ টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ৫৮১৯ মিটার দৈর্ঘ্যের রাস্তা এবং ৫৯৫ মিটার দৈর্ঘ্যের ড্রেনেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

অপরদিকে, সাভার উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এক কোটি একষট্টি লাখ সাতাইশ হাজার সাতশত সাতচল্লিশ টাকার বরাদ্দে ইয়ারপুর ইউনিয়নের কুন্ডলবাগ পুকুর পাড় বাজার হয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ২৪০০ মিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন হয়।

এছাড়া, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ৬১ লাখ ৩৮ হাজার টাকার বরাদ্দে ইয়ারপুর ইউনিয়নের কুন্ডলবাগ ৪তলা মোড় হতে শাহজাহান মিয়ার বাড়ি পর্যন্ত এবং চিত্রশাইল কেন্দ্রীয় মসজিদ পাকার মাথা হতে ডায়মন্ড ফ্যাক্টরির সেন্টার রাস্তা এইচবিসি করণে মোট ১০০০ মিটার রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রাশেদ, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়া প্রমুখ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন