ডার্ক মোড
Thursday, 25 April 2024
ePaper   
Logo
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমসহ ১২ জনের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন দুদকে মামলা হয়।

আশাশুনি ভিজিএফ কর্মসূচীর আওতায় এবং অসহায় দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদানের নীতিমালা লংঘন করে একান্নভূক্ত পরিবারের তালিকায় অতিরিক্ত ভূয়া নাম তালিকাভূক্ত করে অর্থ আত্মসাৎ ও পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তার জন্য দরিদ্র ও দুস্থ্য পরিবারের সাহায্যার্থে দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত অর্থ ভূয়া নাম ঠিকানা দিয়ে মাষ্টার রোলে জাল-জালিয়াতের মাধ্যমে ৫ লক্ষ ৭৮ হাজার ২৭৫ টাকা আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫/২০২২।

এদিকে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা সরবত হত্যাসহ অপর দু’টি চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পত্র প্রেরণ করেছেন। সেখানে তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সচিবকে অনুরোধ জানান।

এই মামলায় ইউপি চেয়ারম্যান ডালিম ছাড়াও ইউপি সদস্য সন্ধ্যা রানী মন্ডল,তার স্বামী উত্তম কুমার মন্ডল ও ইউপি সদস্য হোসেন আলী, রামপদ সানা,সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল,সাইফুল ইসলাম বাচ্চু, আব্দুল জলিলসহ ১২ জন আসামী করা হয়েছে।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন