সাতক্ষীরায় অর্ধ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যের ৬টি সোনা বার উদ্ধার হয়েছে। সোনা পাচারের অভিযোগে আটক হয়েছেন ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি-এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তাের উপর থেকে ফারুক হোসেনকে ৬টি সোনার বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-পিএসসিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকা থেকে ০৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অদ্য ২৬ আগষ্ট ২০২৩ তারিখ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উক্ত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল দুপুর ১২টার দিকে উক্ত এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে মোঃ ফারুক হোসেন (৪২)কে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ০৬টি স্বর্ণেরবার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম যার মূল্য সাতান্ন লক্ষ তিয়াত্তর হাজার সাতশত তেতাল্লিশ টাকা।
এ ব্যাপারে ধৃত ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ ও কোর্ট আদেশ গ্রহণ করতঃ স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৩৩ বিজিবির অধিনায়ক।